অনলাইন থেকে সৎভাবে ইনকামের অনেক উপায় আছে। আর আমি সেই উপায়গুলো নিয়েই কাজ করি। অনেক বড় হওয়ার ইচ্ছে আছে, কিন্তু অগাধ সম্পদের মালিক হওয়ার লোভ নেই। অনেক বড় হওয়া মানেই, অগাধ সম্পদের মালিক বণে যাওয়া, তা আমি মানিনা। আমার ভাবনা, মানুষের জন্য কিছু করতে পারা, কিংবা কিছু করার চেষ্টায় এগিয়ে যেতে পারাই স্বার্থকতা।
একটু প্রচেষ্টায় আমি যদি তরুন প্রজন্মের একটি ছোট অংশকেও কর্মপযোগী করতে পারি, যদি কিছু তরুনকে পথ দেখাতে পারি, আমার প্রচেষ্টায় যদি কারও বেকারত্ব দূর হয়, তাতেই আমার সফলতা।
যে বা যারা প্রশ্ন তুলেছেন, সাবস্ক্রাইবারদের ব্যবহার করে আমি ইনকাম করি! তাদের উদ্দেশ্যে বলছি, সৎ উপায়ে ইনকামের অনেক পথ আমার আছে, সুতরাং সাবস্ক্রাইবারদের ব্যবহার করার কি প্রয়োজন? সাবস্ক্রাইবারদের নিয়ে আমার লক্ষ্য শুধু একটাই, তরুন প্রজন্মকে কর্মের পথ দেখানো।
নিন্দুকের নিন্দার বিপরীতে শুভাকাঙ্খীদের দোয়া, আর, ভাল থাকার প্রত্যাশা সবার জন্য।