আমি ওয়াদুদ, পুরো নাম মোঃ আব্দুল ওয়াদুদ। ১৯৮২ সালের ১২ অক্টোবর, খুলনায় এক মুসলিম পরিবারে আমার জন্ম। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একজন গ্রাজুয়েট। ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল নিজের কিছু করার, চাকুরী নামের আধুনিক দাসত্বের বিপরীতে স্বনির্ভর হওয়ার। আর সেই চেষ্টা থেকেই আজ আমি একজন ফ্রিল্যান্সার এবং অনলাইন উদ্যোক্তা। এছাড়া আমি একজন ফ্রিল্যান্সিং প্রশিক্ষক ও ইউটিউব ভিডিও ক্রিয়েটর হিসেবে কাজ করছি।
নিজে স্বাবলম্বী ও স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের বেকার তরুনদের কর্মপযোগী করে তোলার জন্য নিজ উদ্যোগে চেষ্টা করে চলেছি। যেসব বিষয়গুলো তরুন’রা সহজে শিখতে পারবে ও তাদের ক্যারিয়ার তৈরীতে কাজে লাগাতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও টিউটরিয়াল ও ভিডিও ব্লগ তৈরী করছি।
আমার তৈরী করা ভিডিও টিউটরিয়াল সিরিজগুলো জন্য অনেকেই আমাকে চেনে। আমার ভিডিও ব্লগ সিরিজ ‘Nothing Impossible’ তরুনদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করতে পেরেছে।
মনের ভিতর একটা বড় স্বপ্ন লালন করি, যেন দেশের প্রতিটি মানুষের হাত দুটি যেন হয়ে ওঠে কর্মপযোগী, দেশটা যেন হয়ে ওঠে কর্মময়। তবেই তো গড়ে উঠবে আমাদের সোনার বাংলাদেশ।
আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলঃ youtube.com/WadudOfficial এখানে আমার একটি ভিডিও ইন্টারভিউ পাবলিশ করার আছে। আপনাদের প্রয়োজনে দেখতে পারেন।
আমার সম্পর্কে আরও জানতে চাইলে গুগলে WadudOfficial লিখে সার্চ দিন, আশাকরি অনেক তথ্য পাবেন। আপনার কোন প্রশ্ন বা লেখা সোস্যাল মিডিয়াতে আমাকে ট্যাগ করতে চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন #AskWadud , আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেইল করতে পারেন wadudofficial@outlook.com এই ইমেইলে। আমার অফিসিয়াল Skype: WadudOfficial প্রয়োজনে যুক্ত হতে পারেন।